Skip to main content

Posts

Showing posts from March, 2022

খোলস

Riding through life...   Lobster এর বাইরে যে খোলস থাকে এইটাকে বলে exo-skeleton . এখন মজার ব্যাপার হচ্ছে যখন Lobster 🦞 বড়ো হয় তখন তাদের এই খোলস টা বড়ো হয় না । তখন Lobster অনেক stressful একটা সময়ের মধ্যে দিয়ে যায় । খোলস চেঞ্জ করার জন্যে এরা পাথরের নিচে অথবা প্রবালের নিচে যায় । অনেক কষ্ট করে খোলস ভেঙে নতুন খোলসের অপেক্ষা করে । আবার Lobster বড়ো হয় আবার একই কাজ করতে হয় । কিসের জন্যে ? বড়ো হবার জন্যে । এবং মৃত্যু পর্যন্ত Lobster বড়ো হতে থাকে । মানুষের জীবন ও একইরকম । বড়ো হতে চাইলে কষ্ট পেতেই হবে , স্ট্রেস থাকবেই এবং বাড়বেই কিন্তু মৃত্যু পর্যন্ত বড়ো হতেই হবে . Grow until you are dead .

অবিনশ্বর

To beyond...xoxo অবিনশ্বর একদিন আমাকে কেউ মনে রাখবে না । অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হব আমি । সবাই আমাকে ভয় পাবে , যে ঘরে আমার নিত্য যাতায়াত ছিল সেই ঘরে আমাকে রাখতে মানুষ ভয় পাবে। আমাকে তারাতারি মাটি তে পুতে ফেলার লোকের অভাব পরে যাবে । আরে মাটি দেন তারাতারি লাশ রে । আজকে আমি হয়তো কারো ছেলে কারো ভাই ,কারো চাচা, সেই দিন আমি কেউ না, শুধু লাশ ।এই লাশ কে নিয়া টানাটানি । কেউ বলবে জমি ভাগ হয় নাই লাশ পরে দাফন করেন । কেউ বলবে আমি টাকা পাই তারপর দাফন হবে ।  আমার ছেলের পা এর কাছে হয়তো আমার লাশ পরে থাকবে । আল্লাহ্ কত সম্মান দিয়েছেন আমাকে বেচেঁ থাকার সময়ে কিন্তু শেষ পর্যন্ত পা'র কাছে স্থান হবে আমার । কেউ আসবে না ," ভাই আপনি কি কষ্ট পাইতেছেন ?"-বলতে । নিথর দেহ কে কেউ পছন্দ করে না । প্রাণ শক্তি আর দাম অনেক । আজ আমার কোনো দাম নেই । আজ আমার সম্পদ আমাকে সাহায্য করবে না , সম্পদ আজ অন্য কারো হয়ে যাবে । আমি নিঃস্ব ।  ঠিক যেমন নিঃস্ব আসছিলাম এই পৃথিবীতে , অবুঝ বলে মানুষ আমাকে কোলে তুলে নিসেন  , বৃদ্ধ বয়সে বলবে আপনার মরার সময় চলে আসছে, চুপ থাকেন, আজও আপনি অবুঝ ।  যৌবন আমাকে মৃত্যু এর