Skip to main content

Posts

Showing posts from April, 2024

গোলক ধাঁধা

আমার জীবন জুড়ে গোলক ধাঁধার মানচিত্র আঁকা ।এই ক্ষুদ্র জীবনে  ভুলক্রমে অনেক বেশি অভিজ্ঞতা গ্রাস করছে । মাঝে মাঝে নিভৃতিচারী হয়ে জীবন যাপন করতে ইচ্ছে করে , অ্যারনক উপন্যাসের মত সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে ইচ্ছে করে যেই খানে আমাকে কেউ চিনবে না জানবে না । এই যে দূরে চলে যাওয়া এর মধ্যেও বেদনা কাজ করে , আষ্টেপৃষ্টে  পেঁচিয়ে গেছি বহু মানুষের জীবনের সাথে । দায়বদ্ধতা থেকেই যেনো বেচেঁ  আছি । এই বেচেঁ থাকা মধ্যে সার্থকতা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে । মাঝে মাঝে মনে হয় অনেক হয়েছে আর না । আয়নাবাজির মত ধোঁকা দিয়ে যাচ্ছি নিজেকে । এই এত কষ্ট কার জন্যে , আমি জানি না । জীবন সংকীর্ণ , অনিশ্চিত  তাও ঠিক করবার মহা প্রয়াস । ভুত হবার চেষ্টা করে যাচ্ছি হাসিমুখের আড়ালে । মানুষ হওয়া ঠিক হয় নাই । A man can be destroyed but not defeated .