Skip to main content

Posts

Showing posts from October, 2022

ক্ষণজন্মা

  মানুষের জীবন বড় অদ্ভুত। ক্ষণস্থায়ী এই জীবনে মানুষ সুখ খুঁজে বেড়ায় অসীমের । ব্যাপার টা আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয় । আসলে মানুষ চাচ্ছে কি ?! ভবিষ্যতকে চাইতে চাইতে বর্তমান কে বেমামালুম ভুলে যাচ্ছে সবাই । এর ফলাফল দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং ফেলেছে আমাদের বর্তমান জীবনব্যবস্থা তে ।  যেমন ধরুন সঞ্চয় করার ব্যাপার টা । এইটা নিয়ে মজার এক গল্প আছে , গল্পটা এমন - একজন সরকারি চাকরিজীবী অনেক ভাবে টাকা সঞ্চয় করেছেন । যার বেশির ভাগই তার বেতনের বাইরের । যাই হোক , সমাজের কাছে অতি উচুমানের লোক তিনি । চাকরির শেষ পর্যায়এ এসে তিনি অভিজাত একটি এলাকাতে ফ্ল্যাট কিনতে চাইলেন , যেই ভাবা সেই কাজ । আলিশান ফ্ল্যাট কিনে পরিবার কে চমকে দিলেন । এখন ঘর সাজানোর পালা , নতুন ঘর নতুন ফার্নিচার - বউয়ের আবদার । কলিগদের সাথে কথা বলে ইন্টেরিয়র ডিজাইনারকে ফোন দিলেন । সব ব্যাবস্থা হয়ে গেছে । দামি মার্বেল টাইলস থেকে শুরু করে ঝাড়বাতি সব আছে । ফার্নিচার তোলা হয়েছে । বুয়া কে উপরে ঘর ধোঁয়া মোছা করতে বললেন তিনি । নিজের সাজানো ঘর এখনো দেখেন নাই তিনি । একবারে সব শেষ করে উঠবেন । মস্ত বড় দরজা দিয়ে ঢুকেই তার আনন্দে