Skip to main content

পরিচয়


 পরিচয়।।।

তার সাথে পরিচয় আমার রাস্তায় । হঠাৎ দেখা , প্রথম দেখাতেই কেমন যেনো অনুভূতি । নাম জানার তীব্র আকাঙ্খা প্রবল থেকে প্রবলতর হতে লাগলো । উত্তেজনা তখন আকাশ ছুঁই । কাজল টানা ঐ চোখ দুটি যেনো হাতছানি দিয়ে ডাকে আমাকে । মানবচরিত্র নাড়া দিয়ে গেলো মস্তিষ্কে । প্রাচীনকালের সেই অদ্ভুত অনুভূতি । এ যেনো যুগ যুগান্তর ধরে চলে আসা গভীর সম্পর্ক । নামটি জিজ্ঞেস করতে এগিয়ে গেলাম । তারপরই ঘটলো বিপ্পতি , বুয়া বললো , " ঘুম তে উঠেন ভাইয়া অনেক বেলা হইসে ,  ফ্যান অফ করুম ।" 

স্বপ্নের রাজকন্যা রা হাতছানি দিয়ে ভালোবাসে মনে হয়।।



Comments

Popular posts from this blog

ক্ষণজন্মা

  মানুষের জীবন বড় অদ্ভুত। ক্ষণস্থায়ী এই জীবনে মানুষ সুখ খুঁজে বেড়ায় অসীমের । ব্যাপার টা আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয় । আসলে মানুষ চাচ্ছে কি ?! ভবিষ্যতকে চাইতে চাইতে বর্তমান কে বেমামালুম ভুলে যাচ্ছে সবাই । এর ফলাফল দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং ফেলেছে আমাদের বর্তমান জীবনব্যবস্থা তে ।  যেমন ধরুন সঞ্চয় করার ব্যাপার টা । এইটা নিয়ে মজার এক গল্প আছে , গল্পটা এমন - একজন সরকারি চাকরিজীবী অনেক ভাবে টাকা সঞ্চয় করেছেন । যার বেশির ভাগই তার বেতনের বাইরের । যাই হোক , সমাজের কাছে অতি উচুমানের লোক তিনি । চাকরির শেষ পর্যায়এ এসে তিনি অভিজাত একটি এলাকাতে ফ্ল্যাট কিনতে চাইলেন , যেই ভাবা সেই কাজ । আলিশান ফ্ল্যাট কিনে পরিবার কে চমকে দিলেন । এখন ঘর সাজানোর পালা , নতুন ঘর নতুন ফার্নিচার - বউয়ের আবদার । কলিগদের সাথে কথা বলে ইন্টেরিয়র ডিজাইনারকে ফোন দিলেন । সব ব্যাবস্থা হয়ে গেছে । দামি মার্বেল টাইলস থেকে শুরু করে ঝাড়বাতি সব আছে । ফার্নিচার তোলা হয়েছে । বুয়া কে উপরে ঘর ধোঁয়া মোছা করতে বললেন তিনি । নিজের সাজানো ঘর এখনো দেখেন নাই তিনি । একবারে সব শেষ করে উঠবেন । মস্ত বড় দরজা দিয়ে ঢুকেই তার আনন্দে

খোলস

Riding through life...   Lobster এর বাইরে যে খোলস থাকে এইটাকে বলে exo-skeleton . এখন মজার ব্যাপার হচ্ছে যখন Lobster 🦞 বড়ো হয় তখন তাদের এই খোলস টা বড়ো হয় না । তখন Lobster অনেক stressful একটা সময়ের মধ্যে দিয়ে যায় । খোলস চেঞ্জ করার জন্যে এরা পাথরের নিচে অথবা প্রবালের নিচে যায় । অনেক কষ্ট করে খোলস ভেঙে নতুন খোলসের অপেক্ষা করে । আবার Lobster বড়ো হয় আবার একই কাজ করতে হয় । কিসের জন্যে ? বড়ো হবার জন্যে । এবং মৃত্যু পর্যন্ত Lobster বড়ো হতে থাকে । মানুষের জীবন ও একইরকম । বড়ো হতে চাইলে কষ্ট পেতেই হবে , স্ট্রেস থাকবেই এবং বাড়বেই কিন্তু মৃত্যু পর্যন্ত বড়ো হতেই হবে . Grow until you are dead .