Skip to main content

Posts

গোলক ধাঁধা

আমার জীবন জুড়ে গোলক ধাঁধার মানচিত্র আঁকা ।এই ক্ষুদ্র জীবনে  ভুলক্রমে অনেক বেশি অভিজ্ঞতা গ্রাস করছে । মাঝে মাঝে নিভৃতিচারী হয়ে জীবন যাপন করতে ইচ্ছে করে , অ্যারনক উপন্যাসের মত সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে ইচ্ছে করে যেই খানে আমাকে কেউ চিনবে না জানবে না । এই যে দূরে চলে যাওয়া এর মধ্যেও বেদনা কাজ করে , আষ্টেপৃষ্টে  পেঁচিয়ে গেছি বহু মানুষের জীবনের সাথে । দায়বদ্ধতা থেকেই যেনো বেচেঁ  আছি । এই বেচেঁ থাকা মধ্যে সার্থকতা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে । মাঝে মাঝে মনে হয় অনেক হয়েছে আর না । আয়নাবাজির মত ধোঁকা দিয়ে যাচ্ছি নিজেকে । এই এত কষ্ট কার জন্যে , আমি জানি না । জীবন সংকীর্ণ , অনিশ্চিত  তাও ঠিক করবার মহা প্রয়াস । ভুত হবার চেষ্টা করে যাচ্ছি হাসিমুখের আড়ালে । মানুষ হওয়া ঠিক হয় নাই । A man can be destroyed but not defeated .  
Recent posts

ক্ষণজন্মা

  মানুষের জীবন বড় অদ্ভুত। ক্ষণস্থায়ী এই জীবনে মানুষ সুখ খুঁজে বেড়ায় অসীমের । ব্যাপার টা আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয় । আসলে মানুষ চাচ্ছে কি ?! ভবিষ্যতকে চাইতে চাইতে বর্তমান কে বেমামালুম ভুলে যাচ্ছে সবাই । এর ফলাফল দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং ফেলেছে আমাদের বর্তমান জীবনব্যবস্থা তে ।  যেমন ধরুন সঞ্চয় করার ব্যাপার টা । এইটা নিয়ে মজার এক গল্প আছে , গল্পটা এমন - একজন সরকারি চাকরিজীবী অনেক ভাবে টাকা সঞ্চয় করেছেন । যার বেশির ভাগই তার বেতনের বাইরের । যাই হোক , সমাজের কাছে অতি উচুমানের লোক তিনি । চাকরির শেষ পর্যায়এ এসে তিনি অভিজাত একটি এলাকাতে ফ্ল্যাট কিনতে চাইলেন , যেই ভাবা সেই কাজ । আলিশান ফ্ল্যাট কিনে পরিবার কে চমকে দিলেন । এখন ঘর সাজানোর পালা , নতুন ঘর নতুন ফার্নিচার - বউয়ের আবদার । কলিগদের সাথে কথা বলে ইন্টেরিয়র ডিজাইনারকে ফোন দিলেন । সব ব্যাবস্থা হয়ে গেছে । দামি মার্বেল টাইলস থেকে শুরু করে ঝাড়বাতি সব আছে । ফার্নিচার তোলা হয়েছে । বুয়া কে উপরে ঘর ধোঁয়া মোছা করতে বললেন তিনি । নিজের সাজানো ঘর এখনো দেখেন নাই তিনি । একবারে সব শেষ করে উঠবেন । মস্ত বড় দরজা দিয়ে ঢুকেই তার আনন্দে

পরিচয়

  পরিচয়।।। তার সাথে পরিচয় আমার রাস্তায় । হঠাৎ দেখা , প্রথম দেখাতেই কেমন যেনো অনুভূতি । নাম জানার তীব্র আকাঙ্খা প্রবল থেকে প্রবলতর হতে লাগলো । উত্তেজনা তখন আকাশ ছুঁই । কাজল টানা ঐ চোখ দুটি যেনো হাতছানি দিয়ে ডাকে আমাকে । মানবচরিত্র নাড়া দিয়ে গেলো মস্তিষ্কে । প্রাচীনকালের সেই অদ্ভুত অনুভূতি । এ যেনো যুগ যুগান্তর ধরে চলে আসা গভীর সম্পর্ক । নামটি জিজ্ঞেস করতে এগিয়ে গেলাম । তারপরই ঘটলো বিপ্পতি , বুয়া বললো , " ঘুম তে উঠেন ভাইয়া অনেক বেলা হইসে ,  ফ্যান অফ করুম ।"  স্বপ্নের রাজকন্যা রা হাতছানি দিয়ে ভালোবাসে মনে হয়।।

খোলস

Riding through life...   Lobster এর বাইরে যে খোলস থাকে এইটাকে বলে exo-skeleton . এখন মজার ব্যাপার হচ্ছে যখন Lobster 🦞 বড়ো হয় তখন তাদের এই খোলস টা বড়ো হয় না । তখন Lobster অনেক stressful একটা সময়ের মধ্যে দিয়ে যায় । খোলস চেঞ্জ করার জন্যে এরা পাথরের নিচে অথবা প্রবালের নিচে যায় । অনেক কষ্ট করে খোলস ভেঙে নতুন খোলসের অপেক্ষা করে । আবার Lobster বড়ো হয় আবার একই কাজ করতে হয় । কিসের জন্যে ? বড়ো হবার জন্যে । এবং মৃত্যু পর্যন্ত Lobster বড়ো হতে থাকে । মানুষের জীবন ও একইরকম । বড়ো হতে চাইলে কষ্ট পেতেই হবে , স্ট্রেস থাকবেই এবং বাড়বেই কিন্তু মৃত্যু পর্যন্ত বড়ো হতেই হবে . Grow until you are dead .

অবিনশ্বর

To beyond...xoxo অবিনশ্বর একদিন আমাকে কেউ মনে রাখবে না । অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হব আমি । সবাই আমাকে ভয় পাবে , যে ঘরে আমার নিত্য যাতায়াত ছিল সেই ঘরে আমাকে রাখতে মানুষ ভয় পাবে। আমাকে তারাতারি মাটি তে পুতে ফেলার লোকের অভাব পরে যাবে । আরে মাটি দেন তারাতারি লাশ রে । আজকে আমি হয়তো কারো ছেলে কারো ভাই ,কারো চাচা, সেই দিন আমি কেউ না, শুধু লাশ ।এই লাশ কে নিয়া টানাটানি । কেউ বলবে জমি ভাগ হয় নাই লাশ পরে দাফন করেন । কেউ বলবে আমি টাকা পাই তারপর দাফন হবে ।  আমার ছেলের পা এর কাছে হয়তো আমার লাশ পরে থাকবে । আল্লাহ্ কত সম্মান দিয়েছেন আমাকে বেচেঁ থাকার সময়ে কিন্তু শেষ পর্যন্ত পা'র কাছে স্থান হবে আমার । কেউ আসবে না ," ভাই আপনি কি কষ্ট পাইতেছেন ?"-বলতে । নিথর দেহ কে কেউ পছন্দ করে না । প্রাণ শক্তি আর দাম অনেক । আজ আমার কোনো দাম নেই । আজ আমার সম্পদ আমাকে সাহায্য করবে না , সম্পদ আজ অন্য কারো হয়ে যাবে । আমি নিঃস্ব ।  ঠিক যেমন নিঃস্ব আসছিলাম এই পৃথিবীতে , অবুঝ বলে মানুষ আমাকে কোলে তুলে নিসেন  , বৃদ্ধ বয়সে বলবে আপনার মরার সময় চলে আসছে, চুপ থাকেন, আজও আপনি অবুঝ ।  যৌবন আমাকে মৃত্যু এর